ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোটগ্রহণের জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে।
এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০ ভাগ ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ।
ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঝালকাঠির রাজাপুরের সহকারি রিটার্নিং অফিসার হাসান মাহমুদ সোয়াইব গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলমান। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি।’ সূত্র: বিডি-প্রতিদিন